English

26.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগীর জন্য পরামর্শ

- Advertisements -

 ডা. মোহাম্মদ আলী: মানুষের শরীরে সাধারণত যতগুলো জটিল সমস্যা হয় তার মধ্যে দীর্ঘমেয়াদি কোমর ব্যথা অন্যতম। একজন দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগী জানেন তাঁর জীবনে কী ঘটে যাচ্ছে। এ কারণে কোমর ব্যথার রোগীরা বিষণ্নতা, উদ্বেগ ইত্যাদি মানসিক সমস্যায় ভুগে থাকেন। অনেকে ভাবেন এই ব্যথা তাঁর জীবনে অভিশাপ।

Advertisements

কোমর ব্যথার রোগীদের অসহায়ত্বের সুযোগ নেন অনেকেই। হাতুড়ে চিকিৎসক থেকে শুরু করে অনেক স্বাস্থ্য পেশাজীবী কোমর ব্যথার রোগীকে মনগড়া চিকিৎসা দিয়ে থাকেন। এমন অনেক দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগী পাওয়া যায়, যিনি বছরব্যাপী ব্যথার ওষুধ সেবন করে কিডনি বিকল করে ফেলেছেন অথবা পেটে আলসার তৈরি হয়ে গেছে। উন্নত বিশ্বে কোমর ব্যথা চিকিৎসা হয় নীতিমালা মেনে। বাংলাদেশে কোমর ব্যথা রোগীর চিকিৎসায় কোনো নীতিমালা মেনে চলা হয় না। এমনকি, কোনো সরকারি নীতিমালাও নেই। বাংলাদেশে কোমর ব্যথা রোগী নিয়ে কোনো উন্নত গবেষণা হয় না। ফলে বাংলাদেশের দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগী সহসাই অবহেলিত ও ভুল চিকিৎসার শিকার হন।

কী উদ্যোগ প্রয়োজন

কোমর ব্যথা নিয়ে উন্নতমানের প্রচুর গবেষণা দরকার। বাংলাদেশে কোমর ব্যথা রোগের চিকিৎসা নিয়ে যেসব ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে তা একেবারেই অপ্রতুল ও আন্তর্জাতিকমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাছাড়াও এ দেশে কোমর ব্যথার চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি যেমন–পূর্ণ বিশ্রাম, ব্যথার ওষুধ, শর্টওয়েভ, মাইক্রোওয়েভ থেরাপি আন্তর্জাতিক প্রেক্ষাপটে অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক গবেষণা থেকে দেখা যায়, দীর্ঘমেয়াদি কোমর ব্যথার চিকিৎসায় উন্নত ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকর। এ কারণে কোমর ব্যথার রোগীর সুচিকিৎসায় প্রয়োজন সরকারি উদ্যোগ।

রোগী কী করবেন

সচেতন হতে হবে। কোথায় সঠিক চিকিৎসা পাওয়া যায়, তা খুঁজে বের করা রোগীরই দায়িত্ব। ব্যথার ওষুধ সেবনের মনোভাব পরিহার করতে হবে। যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন, তারা মনে রাখবেন বিশ্রাম ব্যথা কমাতে নয় বরং বাড়াতে সাহায্য করবে। কোমরে বেল্ট ব্যবহার করবেন না। ফিজিওথেরাপির নামে বাংলাদেশে যে চিকিৎসা দেওয়া হয় (যেমন: শর্টওয়েভ, মাইক্রোওয়েভ) তা অকার্যকর। অনেকে দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার কথা বলে থাকেন; যা অগ্রহণযোগ্য তো বটেই; আন্তর্জাতিক নীতিমালায় এটি একটি নিষিদ্ধ চিকিৎসা পদ্ধতি।

Advertisements

উন্নত চিকিৎসার কী উদ্যোগ আছে

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসনা হেনা পেইন রিসার্চ সেন্টার যৌথভাবে কোমর ব্যথা রোগীর ওপর গবেষণা পরিচালনা করছে। এই গবেষণা সফল হলে দেশে কোমর ব্যথা চিকিৎসায় নতুন ও কার্যকরী দ্বার উন্মোচন হবে।

লেখক: কোমর ব্যথাবিষয়ক গবেষক ও চিকিৎসক

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8077
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন