দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৮২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৭জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৮ টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৭২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার ৪৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ze43