English

36 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৬২০ জন বা আক্রান্তের ৯৮%

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৫ হাজার ১২২ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৮১১ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ৪৫ হাজার ১১ জন।

আজ সোমবার (৩ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ লাখ ৩৬ হাজার ৯৬৩ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৪৭৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৪ লাখ ৬০ হাজার ৪৪৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৬২০ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫২০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৬০৯ জন বা আক্রান্তের ৯৯.৭% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ৯৭৫ জন বা আক্রান্তের ০.৩%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১২২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৫০ জন, মৃত্যু ১২৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৮৮২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫৬১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৪০১ জন। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু ৭৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ১০ হাজার ২৭৩ জন।

Advertisements

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ২৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ২৪ হাজার ৩৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৩৫৮ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৪৬ হাজার ৮৭৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ হাজার ৪৩২ জন এবং মৃত্যু ৯১ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৯৫ লাখ ৫২ হাজার ৮০১ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৬৩৫ জনের এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ ৮ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৫২০ জন এবং মৃত্যু ১২৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৭২ লাখ ৮ হাজার ৭৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ১২ হাজার ৮৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪১ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৬৩৬ জন, মৃত্যু ৫২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ২৮ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১ হাজার ৪৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৫১ লাখ ১৯ হাজার ৮৯৩ জন।

স্পেনে আক্রান্ত ৬২ লাখ ৯৪ হাজার ৭৪৫ জন। মোট মৃত্যু ৮৯ হাজার ৪০৫ জনের আর সেরে উঠেছে ৫০ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৬৮৮ জন, মৃত্যু ৭৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৯৬ হাজার ৯১৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজার ৬৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৪০ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫১০ জন এবং মৃত্যু ৪১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৬ লাখ ৯৪ হাজার ৯৩০ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ২০৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৬ হাজার ২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৫০২ জন এবং মৃত্যু ২৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫১ লাখ ৮১ হাজার ১৭৩ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ২৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭৭ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩১৮ জন। মৃত্যু ৪০ জনের।

Advertisements

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৬৩ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৯৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৪ হাজার ৬৮৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৭ হাজার ৪২৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৫৯২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৬০ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ৩৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৮৮ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১৯৩ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৯ হাজার ৫২৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৭ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ১০ হাজার ১৩৫ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৬ লাখ ৭৪ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৬৩ জন। মোট মৃত্যু ৯৬ হাজার ১৮৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৪ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। মোট মারা গেছেন ৯১ হাজার ২২৮ জন।সুস্থ হয়েছেন ৩১ লাখ ৯৭ হাজার ১৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩৫৭ জন, মৃত্যু ৩০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩১ লাখ ৬৫ হাজার ৭৯৩ জন। মোট মৃত্যু ২০ হাজার ৯৫৭ জন। আর সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮৫ হাজার ৩১২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৪৭৮ জন,মৃত্যু ৬ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ২৮ লাখ ৫১ হাজার ৯৩১ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৫৭০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬০০ জন, মৃত্যু ২৫ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৮ হাজার ৯৪৩ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৭ জন, মৃত্যু ১ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন