English

27.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৭৯ হাজার ২২৪ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানীতে ৯৬ হাজার ৫২৩ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২৬৩ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ১ লাখ ৪১ হাজার ৫৫৮ জন।

আজ শনিবার (৩০ এপ্রিল) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ১৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৭৯ হাজার ২২৪ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৮৬৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৫৯ হাজার ৪৩৮ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮১০ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৫৯৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৫৪০ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৪১ হাজার ৩৬৩ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৯৯৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭৮ জন, মৃত্যু ৫০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৮৬৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৮০৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ৩৭৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ১২২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৫৫৭ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৮০৩ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২ হাজার ৯১৯ জন এবং মৃত্যু ১৫৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৫৯৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ৭৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫২৩ জন, মৃত্যু ১৮৬ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৩৪০ জন। মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৯১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩৩২ জন এবং মৃত্যু ২১৬ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৪১৮ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭১০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৯৬৩ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৬১৬ জন। মোট মারা গেছেন ২২ হাজার ৭২৪ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন, মৃত্যু ১৩৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ হাজার ৮৬১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৬৮৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৩২১ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৭৬০ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯২৪ জন এবং মৃত্যু ৯ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫২ জন। মোট মৃত্যু ১ লাখ ৪ হাজার ৪৫৬ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৮৯৯ জন, মৃত্যু ৭৭ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৮ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৩৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৪২ হাজার ৩০৩ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৭২ হাজার ২৩০ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৫৪২ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮০ লাখ ৪৭ হাজার ১৩২ জন। মোট মৃত্যু ২২ হাজার ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৩১ হাজার ৬৫১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮ জন,মৃত্যু ৪ জনের।

জাপানে মোট আক্রান্ত ৭৮ লাখ ১৩ হাজার ৮৪৯ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৫০৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৩১৩ জন, মৃত্যু ৩৯ জনের।সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৫৬ হাজার ২৮৯ জন।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ২১ হাজার ১২১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৭৫ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯ জন এবং মৃত্যু ১৪ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৯২ হাজার ৪০৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৬ জন, মৃত্যু ৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৪৬ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ২৪০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৮০ হাজার ৩১৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯৫ হাজার ৬৭২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪১ জন এবং মৃত্যু ২০ জনের।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৫৮ লাখ ৮৯ হাজার ৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৬৯৬ জন। মোট মৃত্যু ৭ হাজার ১৮৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৬ জনের। এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৭৪৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/05r6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন