English

27.3 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩৪ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ১ লাখ ৩৩ হাজার ৩৪৬ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ২৭২ জনের।সর্বোচ্চ সুস্থ ৮১ হাজার ৯২৭ জন।

আজ শুক্রবার (১ জুলাই) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ লাখ ২ হাজার ৯২৪ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৭৯৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৩ লাখ ৫৭ হাজার ৯৭৩ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৬১৩ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ১৩১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৬২২ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৩৬ হাজার ৮১২ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৯৭৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪২ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২২৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ৩৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১১৮ জন, মৃত্যু ২৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ২৮২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৫ হাজার ১৩৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ৯০৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৪১১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ১০৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৭১ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৭২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮৫০ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৫৯ জন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৫৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৩১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু ৪২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৯৬০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ১৮৯ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ২ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৯৯ জন, মৃত্যু ৮৪ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৭ লাখ ২০ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু ৮৫ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৫১৪ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৩ হাজার ২৭৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৯৬৯ জন।

আক্রান্তে ৮ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ২৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১০৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ২১৭ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৩৪১ জন। মোট মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯২৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৮৫ জন, মৃত্যু ১০ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৩৩১ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৩২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৫ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু ১৭ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ২৭ লাখ ৩৪ হাজার ৩৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৭ হাজার ৯০৬ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২২ লাখ ১৮ হাজার ৩৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৩ জন, মৃত্যু ২৬ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার ৪৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৩৯ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৮৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৬ লাখ ৮১ হাজার ৩১৮ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৩ লাখ ৬৭ হাজার ১৭২ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০ জন এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ ৪৭ হাজার ৫৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

জাপানে মোট আক্রান্ত ৯৩ লাখ ৫ হাজার ৯৯৮ জন। মোট মৃত্যু ৩১ হাজার ২৬৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৩৪৬ জন, মৃত্যু ২০ জনের।সুস্থ হয়েছেন ৯১ লাখ ২৩ হাজার ১২ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮১ লাখ ৮৪ হাজার ১৭৯ জন। মোট মৃত্যু ২২ হাজার ৩৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৮০ লাখ ৬৩ হাজার ৪৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫১৭ জন,মৃত্যু ৮ জনের।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৮১ লাখ ২৯ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৮০৫ জন। মোট মৃত্যু ৯ হাজার ৮৯৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬০ জনের। এবং সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৪৫ হাজার ২১০ জন।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ৩৮ হাজার ১২৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৩৮৯ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৬২ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২৯ জন এবং মৃত্যু ৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ৭৫ হাজার ১৮১ জন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৭০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৪ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪০৯ জন, মৃত্যু ১১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৪৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৭৩৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৪ হাজার ৯৩৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ১৪ হাজার ৯৯২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪২৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮৯ জন এবং মৃত্যু ০ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৮৭ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4gh9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন