English

25 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
- Advertisement -

ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, পাকিস্তানে সতর্কতা জারি

- Advertisements -

ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিপাহ ভাইরাস মূলত বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এই ঝুঁকির কারণে পাকিস্তানে প্রবেশকারী সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে স্ক্রিনিং করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, কোনো যাত্রীর মধ্যে নিপাহ ভাইরাসের সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের কর্মকর্তারা জানান, দেশটিতে নিপাহ ভাইরাস শনাক্তের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা প্রস্তুত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hs7w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন