দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০০ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৩২৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।
এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান। এ সময় আরও ৩২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।