English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে: ড. মো. সেলিম রেজা

- Advertisements -

সালাম মাহমুদ: বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে। দেশের সুনাগরিক হিসেবে চিন্তা চেতনা মেধা মননে আমাদের বিকশিত হবে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নপূরণের জন্য নিজেদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশু পাশে দাঁড়াতে হবে। তিনি শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নজরুল শিশু নাট্যম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, সাম্যের কবি নজরুলের স্মৃতিবিজরিত বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গনের এই সভা আমাদের নজরুলকেই মনে করিয়ে দেয়। সাম্য সুন্দর সমাজ গঠনে আমাদের বার বার নজরুলের কাছে ফিরে যেতে হবে। গত পনেরো বছর আমাদের সাংস্কৃতিক চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সারা দেশে শিল্প-সংস্কৃতির চর্চা বন্ধ হয়ে গিয়েছিল।

নজরুল শিশু নাট্যমের সভাপতি ইকবাল হাসান এর সঞ্চালনায় গল্পবলা, কচিকন্ঠে আবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো অনুষ্ঠানে নাট্যজন কাজী আসাদ, নাট্যকার নূর হোসেন রানা, ইতিহাস গবেষক আল আমীন বিন হাসিম,নাট্যকার লুতফুল আহসান বাবু, শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ এর মহাসচিব এম আজমল আলি খান, সাংস্কৃতিক সংগঠক খন্দকার শাহ আলম,হোপ’৮৭ এর পরিচালক রেজাউল করিম বাবু, ভাষা আন্দোলন গবেষক মাহমুদ বিন কাসিম,কবি সাংবাদিক আবদুর রহমান মল্লিক, কবি শাহ সিদদীক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়াও এখনের প্রজন্মের শিশুদের কথা শোনা,শিশু অধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতি, শিশু-বান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা এবং শিশু শ্রম ও নির্যাতনের মতো চ্যালেঞ্জ মোকাবেলার গুরুত্ব তুলে ধরে এবং জুলাই ২০২৪ এর ঘটনায় শহীদ শিশুদের পরিবারকে সম্মান জানানোর উপরে গুরুত্ব দিয়ে আরো বক্তব্য দেন অন্তরংগ শিশু সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন, প্রাকৃতধারার পরিচালক রিফাত আমীন, আবাবীলএর সভাপতি এম আকবর হোসাইন, দুরন্ত সোসাইটি এর প্রেসিডেন্ট কাজী রুবেল সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারএর সেক্রেটারি এম হামিদ। শিশু শিল্পী আহনাফ,আফিজা, প্রাকৃতধারার শিল্পীরা আবৃত্তি ও হাসানের দল নৃত্য এবং সুবিধাবঞ্চিত শিশুরা সংগীত পরিবেশন করে,অনুষ্ঠানকে আরো মাধুর্যমন্ডিত করে তোলে।পরিশেষে শিশুদের অধিকার রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0bvc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন