English

27.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

পহেলা বৈশাখে রাজধানীতে যত আয়োজন

- Advertisements -

নাসিম রুমি: পুরোনো বছরের গ্লানি ঝেড়ে নতুন সূর্যের আলোয় পথচলা শুরু করতে প্রস্তুত বাঙালি জাতি। বাংলা ১৪৩২ সালকে বরণ করে নিতে আজ (পহেলা বৈশাখ) রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে চলছে বৈশাখী উৎসবের নানা আয়োজন। বর্ষবরণে ঢাকাবাসীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে রমনা, ধানমন্ডি, সেগুনবাগিচা, সোহরাওয়ার্দী উদ্যানসহ নানা গুরুত্বপূর্ণ স্থান।

নতুন বছর উপলক্ষে দিনটি সরকারি ছুটি হওয়ায় সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন। রাজধানীতে কোথায় কী আয়োজন থাকছে, একনজরে দেখে নেওয়া যাক—

রমনা বটমূল: বৈশাখের সূর্যোদয় ছায়ানটের গান দিয়ে

বাংলা নববর্ষ মানেই রমনার বটমূল। প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমনার ছায়ানট মঞ্চে দিনব্যাপী গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আশপাশের এলাকায় চলে পান্তা-ইলিশ ও হরেক বাঙালি খাবারের মেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়: মঙ্গল শোভাযাত্রায় প্রাণের ঢেউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সকাল থেকেই টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিভিন্ন রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নেয় হাজারো মানুষ। এটি জাতিসংঘ স্বীকৃত “মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য”।

সোহরাওয়ার্দী উদ্যান: বৈশাখী কনসার্টে ব্যান্ড সংগীতের ঝড় বয়ে

বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারোদের ‘এফ মাইনর’, চাকমাদের ‘ইনভোকেশন’, ত্রিপুরাদের ‘ইমাং’, মারমাদের ‘চিম্বুক’, ও খাসিয়াদের ‘ইউনিটিরও’ পরিবেশন করে নিজস্ব সংস্কৃতি ও সংগীত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি: দুই দিনের সাংস্কৃতিক উৎসব

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ‘নবপ্রাণ আন্দোলন’। এতে গান, নৃত্য, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দেশের খ্যাতনামা শিল্পীরা।

রবীন্দ্র সরোবর: সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ৬টা থেকে সুরের ধারা আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়। এই আয়োজনে থাকে মুক্তমঞ্চে গান, কবিতা ও নাচের পরিবেশনা, সঙ্গে থাকছে বাঙালি খাবারের নানা আয়োজন।

জাতীয় সংসদ ভবন: ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিল চীনা প্রযুক্তি দলের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যায় ছিল বৈশাখী ব্যান্ড শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারা রাজধানীজুড়ে চলা বৈশাখী আয়োজন প্রমাণ করে বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির প্রাণের প্রকাশ, সংস্কৃতির উৎস। বৈশাখ মানেই নতুনের জয়গান, ঐতিহ্যের সম্মান এবং আনন্দের মিলনমেলা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gio7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন