English

22 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

অং সান সু চি ভালো আছেন: মিয়ানমার জান্তা

- Advertisements -

সম্প্রতি মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির স্বাস্থ্য পরিস্থিতি ও বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার ছেলে কিম আরিস। এরপরেই মিয়ানমার জান্তা জানিয়েছে, কারাবন্দি সু চি ভালো আছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন গণতন্ত্রপন্থি এই নেত্রী।

মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, অং সান সু চি সুস্থ আছেন।

অং সান সু চির অবস্থা সম্পর্কে কোনো প্রমাণ বা বিশদ বিবরণ না দিয়েই সামরিক বাহিনী এই বিবৃতি জারি করেছে। এর আগে সু চির ছেলে কিম আরিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তিনি তার ৮০ বছর বয়সী মায়ের অবস্থা সম্পর্কে খুব কম তথ্য পেয়েছেন এবং আশঙ্কা করছেন যে তার অজান্তেই হয়তো মায়ের মৃত্যু হতে পারে।

সেনাবাহিনীর এই বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার রয়টার্সকে অ্যারিস বলেন, সেনাবাহিনী দাবি করেছে, তার মা (সু চি) সুস্থ আছেন। তবে তারা কোনো প্রমাণ, সাম্প্রতিক ছবি, চিকিৎসা যাচাইকরণ এবং পরিবার, ডাক্তার বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, সত্যিই যদি তিনি সুস্থ থাকেন তবে তারা সেটা প্রমাণ করুক। মিয়ানমার সরকারের এক মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাড়া দেননি।

এর আগে গত অক্টোবরে এক সাক্ষাৎকারে আরিস এশিয়া টাইমসকে বলেন, তিনি বিশ্বাস করেন যে তার মাকে কমপক্ষে দুই বছর ধরে দেখা যায়নি। তাকে রাজধানী নেইপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে এবং অন্যান্য বন্দিরাও তাকে দেখেননি। গত কয়েক বছরে মায়ের হৃদরোগ, হাড় ও মাড়ির বিভিন্ন সমস্যার কথা তিনি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্রে জানতে পেরেছেন।

তিনি বলেন, টোকিওতে দেওয়া ওই সাক্ষাৎকারে কিম আরিস বলেন, তার (সু চি) দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে। গত দুই বছরের বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি, পরিবারের সঙ্গে তো নয়ই। আমার জানা মতে, তিনি এরই মধ্যে মারা গেছেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fa5p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন