English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের ট্রেনে হামলা

- Advertisements -

উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নতা আনতে স্টেডিয়ামে নয়, এবার প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে। ১০০টি নৌকা এবং বার্জেতে প্যারেড করবেন অ্যাথলেটরা। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে পুরো শহরে নিরাপত্তে ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্স সরকার।

তবে অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেয়েছে প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ।

প্যারিস শহরের সঙিএগ যোগাযোগ বিচ্ছিন্ন করতে কয়েক জায়গার দ্রুতগামী ট্রেনে আগুণ লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে।

হামলাকারীরা ফ্রান্সের পূর্ব, পশ্চিম ও উত্তরের রেল লাইনগুলোর স্থাপনাগুলোয় আগুন দিয়েছে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এসএনসিএফ বলেছে, ‘গত রাতে, আটলান্টিক, উত্তর এবং পূর্বের দ্রুতগতির লাইনের বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয়েছে।

ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্যারিস অঞ্চলের সভাপতি ভেলেরিয়ে পিক্রেসি। তিনি বলেছেন,‘এটি কাকতালীয় কোনো হামলা ছিল না। ফ্রান্সকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চলছে।’

হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা বলেছেন, ‘এটি অত্যন্ত ভয়ঙ্কর।

অলিম্পিক গেমসকে লক্ষ্যবস্তু করা মানে ফ্রান্সকে টার্গেট করা।’

এই হামলায় প্রায় ৮ লাখ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন এসএনসিএফের প্রধান ইয়ান-পিয়েরে ফারান্ডু। তবে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ৩ লাখ দর্শক হতে পারে বলে আশা করছে অলিম্পিক কর্তৃপক্ষ। সকলের নিরাপত্তার জন্য  ৪৫ হাজার পুলিশ, ১০ হাজার সৈনিক ও ২ হাজার প্রাইভেট এজেন্ট মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

সঙ্গে বাসার ছাদে স্নাইপার ও আকাশে ড্রোনের ব্যবস্থাও করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ex4b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন