English

31 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
- Advertisement -

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

- Advertisements -
Advertisements

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দাবানলের আগুন। ফলে সর্বোচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সরে যেতে বলা হয়েছে সেখানের বাসিন্দাদের।

Advertisements

চলতি সপ্তাহের শুরুর দিকে দাবানলের আগুন ছড়াতে থাকে এবং এখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পশ্চিমাঞ্চলের শহর ছেড়ে বাসিন্দারা ব্যালারাত শহরের দিকে ছুটছেন, মেলবর্ন থেকে যার দূরত্ব ৯৫ কিলোমিটার। এরই মধ্যে সেখানে ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়িঘর ও মৃত্যু হয়েছে গৃহপালিত পশুর।

ভিক ইমার্জেন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফলে পরিস্থিতি খুব বিপজ্জনক হওয়ার আগে অবিলম্বে চলে যাওয়া সবচেয়ে নিরাপদ বিকল্প।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন শনিবার জানিয়েছে, ভিক্টোরিয়ার দাবানলে এই সপ্তাহে তিনটি বাড়ি ও বেশ কয়েকটি আউটবিল্ডিং ধ্বংস হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার ফায়ারফাইটার কাজ করছেন।

বৈশ্বিক আবহাওয়ার প্রাকৃতিক ইভেন্ট এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়। এর কারণে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন