English

31 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
- Advertisement -

আদালতের নির্দেশনা উপেক্ষা, ব্রাজিলে বন্ধ হতে যাচ্ছে এক্স

- Advertisements -

ব্রাজিলে বন্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। মূলত দেশটির আইনের সঙ্গে সাংঘর্ষিক কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আইন অনুসারে সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয় দেখবেন। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। নতুন করে এই ধরনের প্রতিনিধি নিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে এক্স কর্তৃপক্ষ।

Advertisements

ভুল খবর বা তথ্য ছড়ানোর দায়ে কিছুদিন আগে ব্রাজিলের আদালত কিছু এক্স হ্যান্ডেল স্হগিত করে দেয়। এ নিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের সঙ্গে আইনি লড়াই চলছে এক্সের মালিক ইলন মাস্কের।

প্রতিবাদে গত ১৮ আগস্ট এক্স কর্তৃপক্ষ জানায়, স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী আচরণের কারণে ব্রাজিলে এক্স বন্ধের সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর করা হবে।

আর গত বুধবার একটি আদেশে আলেকজান্দ্রে বলেছেন, ইলন মাস্কের আইনী প্রতিনিধি নিয়োগে ব্যর্থতার ফলে এ দেশে সোশ্যাল নেটওয়ার্কের কার্যক্রম স্থগিত হতে পারে।

Advertisements

বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয় নতুন প্রতিনিধির নাম জানাবার জন্য। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেছে এরইমধ্যে।

এর আগে বিচারক আলেক্সান্দ্রে সেন্সরশিপের আদেশ দিয়ে বলেন, ব্রাজিলে এক্সের প্রতিনিধিকে তার দেশের আইন মানতে হবে।

এ দিকে জানা গেছে, ব্রাজিলে কোম্পানি পরিচালনা বন্ধ হলে এক্সের বিশাল ব্যবসায়িক ধাক্কার সম্মুখীন হতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন