কাবুলে সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। আমি নিশ্চিত করতে চাই যে আমি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করছে তালেবান। মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের নারীরা ইসলামী শরিয়াহ মেনে যেকোনো চাকরী করতে পারবে। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।
তিনি আরো বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে, আফগানিস্তানে কারো ওপর নির্যাতন করা হবে না। তালেবান কারো ওপর প্রতিশোধ নেবে না।