English

26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- Advertisement -

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি

- Advertisements -

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আগামী পাঁচ বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

মুনিরকে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদ দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যে সুপারিশ করেছিলেন, তা অনুমোদন করা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়।

এনডিটিভি লিখেছে, মুনিরের হাতে আরও ক্ষমতা দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিধান্বিত, এমন ‍গুঞ্জনের মধ্যেই তাকে সিডিএফ পদে বসানো হল।

এ পদের মাধ্যমে মুনির পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড দেখভালের ক্ষমতা পেলেন; এই কমান্ড দেশটির পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দেখভালের দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মুনির দেশের সবচেয়ে প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন এবং তার হাতেই গেল পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি।

দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান নিয়োগের বিষয়টি গত সপ্তাহেই জানানোর কথা ছিল শেহ শরিফ সরকারের। সেদিনই সেনাপ্রধান পদে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডকে আরও কেন্দ্রীভূত করতে গত মাসে পাস হওয়া পাকিস্তানের ২৭তম সংশোধনীতে এই সিডিএফ বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদটি সৃষ্টি করা হয়।

প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদও দুই বছর বাড়িয়েছেন, যা আগামী বছরের ১৯ মার্চ থেকে কার্যকর হবে।

মুনির চলতি বছর পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। এর আগে ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেওয়া জেনারেল আইয়ুব খানকে ওই খেতাব দেওয়া হয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sobv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন