English

18 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

ইউক্রেনে ব্রিটিশ সেনার মৃত্যু

- Advertisements -

ইউক্রেনে দায়িত্ব পালনের সময় এক ব্রিটিশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক্স পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় বাহিনী যখন একটি নতুন প্রতিরক্ষা সক্ষমতার অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছিল, সেই সময় একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে তিনি আহত হন এবং আজ সকালে তার মৃত্যু হয়। এই ঘটনা যুদ্ধক্ষেত্র থেকে দূরে ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

বিবিসি জানিয়েছে, এই ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি বলেই মনে করা হচ্ছে। দ্য টেলিগ্রাফ একটি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইউক্রেন সংঘাতে এটিই প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত ব্রিটিশ সামরিক সদস্যের মৃত্যু।

প্রধানমন্ত্রী কেইর স্টারমার প্রয়াত সেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, তাঁদের সেবা এবং ত্যাগ কখনও ভুলে যাওয়া হবে না।

গত বছর যুক্তরাজ্য স্বীকার করেছিল যে, ইউক্রেনে অল্প সংখ্যক কর্মী সহায়ক ভূমিকায় নিয়োজিত আছেন। কিয়েভের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে লন্ডন ইউক্রেনকে সহায়তা করে আসছে। ব্রিটিশ নেতৃত্বাধীন অপারেশন ইন্টারফ্লেক্সের অধীনে এ পর্যন্ত ৫৬ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাশিয়া বরাবরই বলে আসছে যে, পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণ কর্মসূচি তাদের এই সংঘাতের কার্যত অংশীদার করে তুলেছে। মস্কো জানিয়েছে, ইউক্রেনের মাটিতে থাকা যেকোনো বিদেশি সেনাকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে অন্তত ৪০ জন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o1bl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন