ইউক্রেনের কেন্দ্রীয় শহর দিনিপ্রোতে সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩০ জনের বেশি মানুষ।
শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ন্যাশনাল গার্ডের আঞ্চলিক প্রধান গেনাদি কোরবান বলেন, ‘ (রাশিয়ার) ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আজকে ন্যাশনাল গার্ডের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে ১০ জন নিহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক, ১০ জন নিহত হয়েছে, এছাড়াও ৩০-৩৫ জন মানুষ আহত হয়েছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/51nb