English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

ইরানে ‌পরিবর্তন দরকার: জেলেনস্কি

- Advertisements -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ‘ইরানের বিষয়ে মার্কিন অবস্থানের’ প্রতি সমর্থন জানিয়ে একটি বার্তা দিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা ইরানের বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করি। যে শাসনব্যবস্থা এত বছর ধরে টিকে আছে এবং এত মানুষকে হত্যা করেছে সেটার পরিবর্তন করা দরকার। খবর আল জাজিরার।

বিক্ষোভকারীদের ওপর মারাত্মক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইরানের রাষ্ট্রদূতদের তলব করার পর জেলেনস্কির এই বার্তা এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো ধরনের বৈঠক হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের ‘বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে’ বলেছেন।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, ‘সাহায্য আসছে’। ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের ওপর সামরিক হামলার নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করছেন।

ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরানি দেশপ্রেমিকরা প্রতিবাদ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠান দখল করুন। খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ph2t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন