English

29 C
Dhaka
সোমবার, অক্টোবর ২, ২০২৩
- Advertisement -

একাই ৩৩ আসনে নির্বাচনে লড়বেন ইমরান খান!

- Advertisements -

পাকিস্তানের উপনির্বাচনে ৩৩টি আসনে দাঁড়াবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরি টুইটারে এমনটাই জানিয়েছেন।

Advertisements

ফাওয়াদ টুইট করে জানান, উপনির্বাচনের ৩৩টি আসনেই তেহরিক-ই-ইনসাফের প্রার্থী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চলতি বছরের ১৬ মার্চ পাকিস্তানে উপনির্বাচন হবে।

দলের নেতা শাহ মেহমুদ কুরেশির মন্তব্য, ১৬ মার্চ যে উপনির্বাচন হবে, তাতে ইমরানকে সকলে ভোট দেবেন বলে আশাবাদী তিনি। ইমরানের উপর সকলের যে এখনও ভরসা রয়েছে, তা ভোটের মাধ্যমেই বোঝা যাবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisements

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণপদত্যাগ করেছিলেন পিটিআই দলের একাধিক সদস্য।

স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে পিটিআইয়ের ৩৫ জনেরও বেশি সদস্য ইস্তফা দেন। এর ফলে বহু আসন শূন্য হয়ে পড়েছে। কুরেশি জানিয়েছেন যে, সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তাই ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন