প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ককে সঙ্গী বানিয়েছেন সচেতন মানুষ।
কিন্তু এই পরিস্থিতিতে বেশ সমস্যায় পড়েছেন আমেরিকার মিসৌরির এক যুবতী। কারণ, জন্ম থেকেই একটি কান নেই তার। যে কারণে মাস্ক পরতে বেজায় সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধানও করেছেন তিনি। সেই ঘটনার ভিডিও শেয়ার করতেই তাকে নিয়ে মেতেছেন নেটাগরকিরা।
২০ বছর বয়সী ওই যুবতীর নাম রেজ ইয়ারবরো। গোল্ডেনহার সিন্ড্রোমের জন্য জন্ম থেকেই একটি কান নেই। ডান দিকে যে কান আছে, তাতেও ভাল করে শুনতে পান না তিনি। যন্ত্রের সাহায্যে কিছুটা শুনতে পান। কিন্তু করোনাকালে দু’কানে বাঁধার মাস্ক পরতে পারছিলেন না তিনি। কারণ একটি কানই নেই তার।
সম্প্রতি নিজের শেয়ার করা ভিডিও’তে দেখা যাচ্ছে, প্যাকেট খুলে একটি পপ সকেট কানের জায়গায় লাগালেন তিনি। সেই সকেটে রয়েছে হুক। তা কানের আকারের মতোই কাজ করছে। এটি লাগাতেই তিনি পরে নিলেন মাস্ক। তাতে বেজায় খুশি তিনি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v3si
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন