English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

ওয়াশিংটনে দুই বিমানের সংঘর্ষ, অন্তত ১৮টি ‘মৃতদেহ উদ্ধার’

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবা বাহিনী অন্তত ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন, এবং মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারে তিনজন সেনা সদস্য ছিলেন, যারা ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়র থেকে একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন।

পুলিশ ডাইভার এবং নৌকাগুলো পটোম্যাক নদীতে বেশ কয়েক ঘণ্টা ধরে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করেছে, তবে তীব্র ঠান্ডার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টারসহ একাধিক হেলিকপ্টারও দুর্ঘটনাস্থলের উপর দিয়ে উড়তে দেখা গেছে।

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে সিবিএস নিউজে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও পর্যন্ত, কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে একটি আনুষ্ঠানিক আপডেট দেওয়ার পরিকল্পনা করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাটি ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন এবং জরুরি সেবা কর্মীদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আমি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে ঘটিত এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গভাবে অবগত হয়েছি।  ঈশ্বর তাদের আত্মার শান্তি দান করুন। আমাদের প্রথম প্রতিক্রিয়া কর্মীদের অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি মনিটর করছি।

এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড  দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাদের সহায়তা করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4v4q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন