English

27.4 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

কবে গাজা দখল করবেন, জানালেন নেতানিয়াহু

- Advertisements -

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষে পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।গতকাল বুধবার জেরুজালেমে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যুদ্ধের শেষে ইসরায়েলের অধীনে থাকবে সমগ্র অঞ্চল। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নেতানিয়াহু দাবি করেন, গাজায় আটক পণবন্দিদের মুক্তির আশায় ইসরায়েল সাময়িক অস্ত্রবিরতিতে রাজি ছিল। তিনি বলেন, ‘আমরা জানি, গাজায় এখনো অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি জীবিত অবস্থায় রয়েছেন এবং আরও প্রায় ৩৮ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

নেতানিয়াহু স্পষ্ট করে জানান, শুধু বন্দিদের উদ্ধারে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে, তবে সেটি হবে ‘সাময়িক বিরতি’।

অন্যদিকে হামাস বরাবরই জানিয়ে এসেছে, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা প্রত্যাহার করে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়, তাহলে তারা সব ইসরায়েলি বন্দিকে একযোগে মুক্তি দিতে প্রস্তুত।

কিন্তু এসব শর্ত নেতানিয়াহু সাফ প্রত্যাখ্যান করেছেন। তিনি গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের নিরস্ত্রীকরণ এবং পুরো অঞ্চল দখলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ‘গুজব’কে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইসরায়েলে যাননি মার্কিন প্রেসিডন্ট।কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দুই নেতার মতানৈক্যের কারণেই নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন না ট্রাম্প। সেই দাবি উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/00zc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন