করোনাভাইরাসে আক্রান্ত একজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেরালার পাঠানামথিত্তা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ বলছে, অঘটন ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে দুই নারী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। অ্যাম্বুলেন্সে তারা দুজনই ছিলেন।
করোনা রোগীদের জন্য নির্ধিারত একটি হাসপাতালে মধ্যরাতে তাদের ভর্তির জন্য পাঠানো হয়। রোগীদের নিয়ে যাওয়ার পথিমধ্যে গাড়ি থামান চালক। এরপর একজন রোগীকে যৌন হেনস্তা করেন। অন্য নারীকে ভয় দেখান, কাউকে এ ব্যাপারে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে।
হাসপাতালে ভর্তির পরপরই তারা এ ব্যাপারে চিকিৎসককে জানান। চিকিৎসকরাও যৌন হয়রানির প্রমাণ পেয়েছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে, তারা দ্রুত পদক্ষেপ নেয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/upvp
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন