প্রায় সাড়ে ৬ ফুট লম্বা কাঠের কফিন। ওপরটা কাঁচে ঢাকা। এমন কফিনে শুনে করোনাভীতি দূর করছে জাপানিরা! দেশটির একটি নাট্য সংগঠন এই উদ্যোগ নিয়েছে। প্রতি সপ্তাহে জাপানের টোকিও শহরের মানুষদের জন্য এর আয়োজন করা হচ্ছে।
কফিনটিতে শুয়ে সাউন্ড বক্সে শোনা যাবে ভৌতিক গল্প। দেখা যাবে ভুত আর জম্বিরাদের। যারা একে অন্যের সঙ্গে মারামারি করছে। লম্বা ভৌতিক আঙুল দিয়ে খোঁচাচ্ছে। এমন সব ভৌতিক কাণ্ড-কারখানা। টানা ১৫ মিনিট এই ভৌতিক পরিবেশে থাকতে হবে। মূল বিষয় হলো- এই ভুত আর জম্বির সাজে অভিনেতারা অভিনয় করেন কফিনে শুয়ে থাকা মানুষের সামনে। উপরের স্বচ্ছ লাঁচের জন্য ভেতর থেকে সব দেখতে পান মানুষটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/63cs
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন