ভারতে করোনভাইরাসের পরিস্থিতি ভয়াবহ এবং সবচেয়ে খারাপ এখনও আসেনি। আরও খারাপ সময় আসতে পারে বলে ধারণা করছেন গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই।
মার্কিন গণমাধ্যম সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান। পিচাই আরও বলেন, ভারতের এই বিপর্যয়ের দিনে দেশটির স্বাস্থ্য সঙ্কট নিয়ে আমেরিকাসহ অন্যান্য দেশ যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা দেখে আমি বিমোহিত।
জানা গেছে, করোনা মহামারী নিয়ে গত বছরের মার্চেই মোদি সরকারকে এ বিষয়ে সতর্ক করে বিশেষজ্ঞদের একটি ফোরাম। ফোরামের বিজ্ঞানীরা ভারতে করোনা নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়ে কার্যকরী পদক্ষেপের কথা জানান। তবে তাদের কোনো পরামর্শ কানে নেয়নি কর্তৃপক্ষ। ভারত সরকারের এমন গাফিলতিই কাল হয়ে দাঁড়াল।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা ভারত। দিন যত যাচ্ছে ততই উত্তরোত্তর বাড়ছে সংক্রমণের দাপট। স্বস্তি নেই। চারিদিকে অক্সিজেন, বেডের আকাল। অব্যাহত মৃত্যু মিছিল। ভারতের দৈনিক সংক্রমণের রেশ ইতিমধ্যে চার লাখের ঘরে পৌঁছেছে।