যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান কমলা হ্যারিসের মুখপাত্র ক্রিস্টেন অ্যালেন।
ক্রিস্টেন অ্যালেন বলেন, ব্যক্তিগত সফরে ব্যস্ত থাকায় কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা ফার্স্ট লেডি জিল বাইডেনের সংস্পর্শে আসেননি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসলে তিনি আবারো হোয়াইট হাউজের কাজে যোগ দেবেন।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ মার্কিন মন্ত্রিসভার শীর্ষ সদস্যর করোনা পরীক্ষা করা হয়। এতে তারা করোনা পজেটিভ হন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/g53e