বৈশাখের মতো জ্যৈষ্ঠ মাসেও চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে খুচরা বাজারে গহনার চাহিদা বেড়ে যায় অনেকটা। বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও আত্মীয় বা কাছের মানুষকে গহনা উপহার দিতে পছন্দ করে বাঙালি। তাই এই মাসে যদি সোনা বা রুপার গহনা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়।
গত এক সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পতন হয়েছে সোনার দামে। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।