English

25 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
- Advertisement -

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী পুড়ে অঙ্গার

- Advertisements -

মধ্য কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিশু মারা গেছে। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির পুলিশ এ খবর জানিয়েছে। কেনিয়ার নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে শুক্রবার মাঝরাতে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শিশুরা গভীর ঘুমে ছিল।

প্রাইমারি স্কুলটিতে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হয়। যাদের বয়স প্রায় পাঁচ থেকে ১২ বছরের মধ্যে। জাতীয় পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো এএফপিকে বলেছেন, ‘এই ঘটনায় ১৭ জন নিহত হয়েছে এবং আরো বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

Advertisements

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে লাশগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে, দেখে কাউকে চেনার উপায় নেই।

নিহতদের গড় বয়স প্রায় নয় বছর।’

ওনিয়াঙ্গো বলেছেন, আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে পুরো উদ্ধার কাজ চালালে আরো লাশ পাওয়া যেতে পারে। আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট এবং কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনাকে ‘ভয়াবহ ও বিধ্বংসী’ বর্ণনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দায়ি ব্যক্তিদের বিচার করা হবে।

Advertisements

তিনি এক্স-এ একটি পোস্ট করে জানিয়েছে, ‘শিশুদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই যারা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে।’

দেশটির রেডক্রস সোসাইটি জানিয়েছে, ছাত্র-শিক্ষকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

কেনিয়ার স্কুলগুলোতে আগুনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগেও ২০১৬ সালে রজাধানী নাইরোবির কিবেরার পাড়ায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আগুনে নয়জন শিক্ষার্থী নিহত হয়েছিল। এরপর ২০০১ সালে কেনিয়ার দক্ষিণ মাচাকোস জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় ৬৭ জন ছাত্র নিহত হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন