সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা আন্ডারসন কোভিডে আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র এ খবর জানিয়েছেন। ৫৪ বছর বয়স্ক আন্ডারসন দেশটির সোশ্যাল-ডেমোক্রেটিক পার্টির প্রধান।
দলটির আরও কয়েকজন সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন সুইডেনের রাজা, রানী ও ক্রাউন প্রিন্স।
প্রধানমন্ত্রী আন্ডারসনের মুখপাত্র জানিয়েছেন, তিনি এখন চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন। তবে আইসোলেশনে থেকেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ke8c