২০২২ সালে ক্রিমিয়া সেতু আংশিকভাবে ধ্বংস করে দেওয়া বিশাল বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাশিয়ার একটি আদালত এই রায় ঘোষণা করে।
ইউক্রেন ও রাশিয়া উভয়ই বলেছে, এই হামলাটি ইউক্রেনের পেছনে গোপন পরিষেবা সংস্থা কাজ করেছে। ইউক্রেন যুদ্ধের আট মাসের মাথায় ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী ১৯ কিলোমিটারের সেতুতে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটেছিল।
ইউক্রেন পরে বিস্ফোরণের দায় স্বীকার করে বলে, যুদ্ধে রাশিয়ার রসদ সরবরাহ ব্যাহত করার লক্ষ্যে এটি করা হয়েছে।
রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরের সামরিক আদালত টেলিগ্রামে জানিয়েছে, ‘আসামিদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।’
২০১৮ সালে ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে সেতুটি উদ্বোধন করেছিলেন। এমনকি রাশিয়া থেকে একটি ট্রাক চালিয়ে তিনি এটি পারও হয়েছিলেন।
