English

34 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২
- Advertisement -

খাদ্য-জ্বালানির মূল্য বাড়ায় ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড

- Advertisements -

ইউরোজোনে মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অঞ্চলটিতে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হওয়ায় মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisements

প্রতিবেদনে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে রয়টার্সের জরিপে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়। গত নয় মাস ধরেই অঞ্চলটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। জুলাইতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯ শতাংশে।

Advertisements

ইউরোস্ট্যাট বুধবার জানায়, জ্বালানিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম। তবে খাদ্য, অ্যালকোহল ও টোবাকোতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে, যা জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেশি।

তাছাড়া পোশাক, গৃহস্থালী যন্ত্রপাতি ও গাড়িতে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে পরিষেবার মূল্য বার্ষিকভিত্তিতে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন