English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

খোলামেলা পোশাকে কাতারে, যা বললেন ক্রোয়েশিয়ার মডেল

- Advertisements -

কাতারের সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে হেঁটে সবার নজর কেড়েছেন ক্রোয়েশিয়ার মডেল ইভানা কোল। এই ঘটনার পরই তিনি হয়ে ওঠেন আলোচান আর আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রক্ষণশীল দেশে এমন রক্ষণহীন পোশাকে (বিকিনি) কোন সাহসে হাঁটলেন ইভানা, ওঠে সেই প্রশ্ন। তার জবাবে ক্রোয়েশিয়ার এই মডেল জানালেন, কাতারের স্থানীয়রাই তাকে নিশ্চয়তা দিয়েছে ‘তিনি যা খুশি পরতে পারেন।’

মরক্কোর সাথে ০-০ গোল ড্র করারর পর কানাডার বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পায় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তারপরই বিকিনি পরে সৈকতে নামেন ইভানা।

তিনি বলেছেন, ‘স্থানীয়রাই নিশ্চিত করেছিল আমাকে যে আমি যা খুশি পরতে পারি।’ তার মতে, ‘তবে আমি জানতাম না যে আমার বিকিনি পরে সমুদ্রে হাঁটার এই ভিডিও বড় কোনো ইস্যু হয়ে উঠবে। পুরো দেশই এ নিয়ে কথা বলছে। সবাই জানে আমি এখানে আছি, আর তারা আমাকে গ্রহণও করেছে।’

ভয় পাচ্ছেন না জানিয়ে ইভানা বলেন, ‘যা করেছি তার জন্য গ্রেফতার হতে পারি সেই ভয় আমি কখনোই করিনি। আমার মনে হয় না আমি বিকিনি পরে কাউকে কষ্ট দিয়েছি। যদি মনে হয় আমি গ্রেফতারযোগ্য অপরাধ করেছি, তারা আমাকে গ্রেফতার করতে পারে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oqte
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন