যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ এক গর্ভবতী নারীকে গুলি কতে হত্যা করেছে দেশটির এক পুলিশ। এ নিয়ে বডিক্যামে (পুলিশের বুকে থাকা ক্যামেরা) ধারণ করা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর এনডিটিভির।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ আগস্ট ঘটেছে এ ঘটনা। ২১ বছর বয়সী তাকিয়া ইয়ং নামে এক নারীকে তার গাড়ির ভিতরেই গুলি করে হত্যা করা হয়। দেশটির পুলিশের দুই কর্মকর্তা ওই নারীকে চুরির বিষয়ে জেরা করছিলেন। তখন এ ঘটনা ঘটে।
ব্লেনডন টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাকিয়া তার গাড়িতে বসে ছিলেন। সেইসময় এক পুলিশের কর্মকর্তা তাকে বারবার গাড়ি থেকে বের হতে বলেন। তখন ওই নারী তখন বলেন, কী জন্য? আমি সেটা করতে যাচ্ছি না।
সেইসময় পুলিশের এক কর্মকর্তার হাতে বন্দুক দেখা যায়। তখন তাকিয়া বলেছেন, আপনি কি আমায় গুলি করতে যাচ্ছেন। এরপর পুলিশ কর্মকর্তাদের কথা উপেক্ষা করে গাড়ি চালাতে শুরু করলে গুলি করেন এক কর্মকর্তা। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির গতি কমে যায় এবং সেটি একটি মুদির দোকানের দেওয়ালে ধাক্কা খায়।
ব্লেন্ডন পুলিশ প্রধান জন বেলফোর্ড শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, এটি একটি ট্র্যাজেডি, ইয়ং-এর পরিবার এতে অত্যন্ত বিপর্যস্ত এবং শোকাহত। এই ঘটনার তদন্ত চলছে বলে দেশটির পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে।