English

31 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
- Advertisement -

গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

- Advertisements -

ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ৫ জন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে। বুধবার শহরটির বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের মধ্যে মায়া গোরেন (৫৬) নামের একজন কিন্ডারগার্টেন শিক্ষকের দেহ রয়েছে। তিনি ইসরায়েলের নির ওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৩ জন ইসরায়েলি সেনাসদস্য, যাদের নাম প্রকাশ করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, যেখানে অন্তত ১,২০০ জন নিহত হন। এছাড়া ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এই জিম্মিদের মধ্যে ১২০ জন এখনও হামাসের কব্জায় রয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী, যা এখনও চলছে। গত ৯ মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে ৩৯ হাজারেরও বেশি মানুষ, এবং পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Advertisements

উদ্ধার হওয়া চার জিম্মির মরদেহ হামাসের হাতে আটক ১২০ জনের মধ্যে ছিল।

আন্তর্জাতিক সম্প্রদায় গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিসর, ও কাতার এই তিন দেশ মধ্যস্থতা করছে। বেশ কিছুদিন সংলাপ বন্ধ থাকার পর আগামী মাসে কাতারের রাজধানী দোহায় পুনরায় সংলাপ শুরু হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন