English

28.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

গুলিও ঠেকাতে পারে এমন কাঠ উদ্ভাবন

- Advertisements -

কল্পনা করুন, আপনার ঘরটি শুধু পরিবেশবান্ধব নয়, বরং আপনাকে গুলির আঘাত থেকেও রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি ইনভেন্টউড এমনই এক বিশেষ কাঠ উদ্ভাবনের দাবি করেছে, যা ইস্পাতের চেয়েও বেশি শক্তিশালী এবং গুলি প্রতিরোধে সক্ষম। এই কাঠের নাম দেওয়া হয়েছে ‘সুপারউড’।

ইনভেন্টউডের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স লাউ বলেন, “ল্যাব টেস্টে দেখা গেছে, যেখানে সাধারণ কাঠ সহজেই গুলির মতো প্রজেক্টাইল ভেদ করতে পারে, সেখানে সুপারউড তা আটকে দিতে সক্ষম।”

তবে এখনো এই কাঠ বোমা প্রতিরোধে কতটা কার্যকর—সে বিষয়ে পরীক্ষা হয়নি।

কীভাবে এত শক্ত কাঠ?
সুপারউড তৈরি করতে প্রথমে প্রাকৃতিক কাঠ থেকে লিগনিন নামক উপাদান রাসায়নিকভাবে সরিয়ে ফেলা হয়। পরে সেটিকে অত্যন্ত উচ্চচাপে সংকুচিত করা হয়, যাতে কাঠের আয়তন ৮০% পর্যন্ত কমে যায় এবং এর অভ্যন্তরে অত্যন্ত শক্ত বন্ধন তৈরি হয়। এ কারণেই এটি দেখতে সাধারণ কাঠের মতো হলেও অনেক বেশি টেকসই ও বলিষ্ঠ।

প্রথমদিকে এই কাঠ তৈরি করতে এক সপ্তাহ সময় লাগত, কিন্তু এখন কয়েক ঘণ্টায় তা প্রস্তুত করা সম্ভব হচ্ছে।

পরিবেশবান্ধব নির্মাণে কাঠ
বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কংক্রিট ও ইস্পাতের পরিবর্তে কাঠভিত্তিক নির্মাণ বাড়ছে। কারণ কাঠ দীর্ঘ সময় পর্যন্ত কার্বন ধরে রাখতে সক্ষম। কিন্তু প্রাকৃতিক কাঠ সবসময় প্রয়োজনীয় শক্তি বা স্থায়িত্ব দিতে পারে না। এ কারণেই সুপারউডের মতো ইঞ্জিনিয়ারড কাঠ প্রয়োজনীয় হয়ে উঠছে।

এটি শুধু দেয়ালের আবরণ নয়, বরং ভবিষ্যতে সামরিক আশ্রয়স্থল বা প্রতিরক্ষামূলক কাঠামো তৈরিতেও ব্যবহৃত হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে কাঠের উন্নত ব্যবহার
বিশ্বজুড়ে একাধিক কোম্পানি কাঠকে আরও শক্তিশালী ও টেকসই করতে কাজ করছে। যেমন—জার্মানির বাউবুচি পাতলা বিচ কাঠ চেপে তৈরি করছে শক্ত কাঠ। অস্ট্রেলিয়ার থ্রিআরটি (3RT) কম দামি কাঠকে উন্নত কাঠে রূপান্তর করছে, যা জানালার ফ্রেম, আসবাবপত্র, সিঁড়ি প্রভৃতিতে ব্যবহৃত হচ্ছে।

আগুন ও পোকামাকড় প্রতিরোধেও কার্যকর
অনেকের প্রশ্ন, কাঠ আগুনে জ্বলে—তবে সুপারউড আগুন প্রতিরোধেও সক্ষম, দাবি করেছেন অ্যালেক্স লাউ। এছাড়া এটি পোকামাকড় থেকেও সুরক্ষিত। তবে প্রাকৃতিক কাঠের তুলনায় এটিকে কাটা একটু কঠিন।

পুনর্ব্যবহৃত কাঠের গুরুত্ব
বিশেষজ্ঞরা মনে করেন, নতুন কাঠ উদ্ভাবনের পাশাপাশি পুনর্ব্যবহৃত কাঠের ব্যবহারও গুরুত্বপূর্ণ। অনেক পুরোনো কাঠকে নতুন কাঠের মতো কাজে লাগানো সম্ভব। আজকের অনেক আসবাবপত্রই রিসাইকেলড কাঠ দিয়ে তৈরি পার্টিকেল বোর্ড থেকে তৈরি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u0v1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন