English

29.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
- Advertisement -

চীনে চলছে ‘রোবট অলিম্পিক’

- Advertisements -

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস।একে বলা হচ্ছে রোবটদের অলিম্পিকই বলা হচ্ছে। কারণ ফুটবল থেকে শুরু করে টেবিল টেনিস পর্যন্ত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছে রোবটরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৬টি দেশের রোবটরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চলবে তিনদিন। এই সময়ে তারা ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও টেবিল টেনিসের মতো খেলায় অংশ নেবে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রাজিল। এ ছাড়া ১৯২টি বিশ্ববিদ্যালয় ও ৮৮টি প্রাইভেট ফার্মের রোবটরাও রাছে।

রোবট গেমস’-এর প্রাথমিক পর্বে এই প্রথম ৫ বনাম ৫ ফুটবল ম্যাচ খেলেছে রোবটরা, যা ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। নতুন ফরম্যাটে প্রতিটি দলে ছিল দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার এবং একজন গোলরক্ষক। খেলার শুরুতেই রোবটরা নিজ নিজ অবস্থান নিল এবং তারপর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্যাকল, পাস এবং শট নিতে থাকে কোনোরকম মানব নিয়ন্ত্রণ ছাড়াই।

এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। অনুষ্ঠানে গান শুনিয়েছে রোবট ব্যান্ড। এ ছাড়া ছিল রোবটদের নাচের পারফরমেন্সও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xxwm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন