মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে বিজ্ঞান কিছু জানে বলে আমি মনে করি না। সোমবার (১৫ সেপ্টেম্বর) দাবানলে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞানের সতর্কতা অস্বীকার না করার জন্য ট্রাম্পকে এর আগেও অনুরোধ করা হয়েছিল। এবার ক্যালিফোর্নিয়ার দাবানল সম্পর্কে তিনি বলেছেন, একটু অপেক্ষা করুন। আপনাআপনি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
চলতি মাসের আগস্টের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়েছে। পুড়ে ছাই হয়েছে বিস্তীর্ণ এলাকা, বনাঞ্চল। মারা গেছে অন্তত ৩৬ জন। বিজ্ঞানীরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে।
কিন্তু ট্রাম্পের দাবি, দুর্বল বনায়ন ব্যবস্থাপনার কারণে ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২০ লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। সফরকালে দাবানল দমনে নিয়োজিত ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের সতর্কতার বিপক্ষে অবস্থান নেন তিনি। বরাবরই জলবায়ু পরিবর্তন বাস্তবতার বিরোধিতা করে আসছেন ট্রাম্প।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ffwn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন