English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

- Advertisements -

সুপারটাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো ৮৯ জন। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি।

এই চারটি দেশের সরকারি হিসাবে ঘূর্ণিঝড়, বন্যা ও  ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবার সন্ধ্যায়  জানিয়েছে, ৬৫ হাজারেরও বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলমান রয়েছে।

এর আগে শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩।

বন্যায় দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেন্দ্রীয় অঞ্চলের বিশাল নিম্নাঞ্চল, বিশেষ করে রাজধানী নেপিদোর আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।এর মধ্য ঝড়-বন্যা-ভূমিধস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।

এএফপি জানিয়েছে, হিমালয়ের ঢালু অঞ্চলে ভূমিধসের খবর পাওয়া গেছে। তবে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিত্তুং ও বাগো নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পানির স্তর কমতে পারে বলে আশা করা হচ্ছে।

মিয়ানমার কর্তৃপক্ষ বন্যার্তদের আশ্রয়ের জন্য এখন পর্যন্ত ৮২টি ‘ত্রাণশিবির’ খুলেছে।
অন্যদিকে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর মেকং নদীর আশপাশের প্রদেশগুলোতে আরো ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে।
গণমাধ্যমের তথ্য মতে, বন্যায় বিপর্যস্ত মিয়ানমারে প্রায় ২৭ লাখ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা বন্যা মোকাবেলার জন্য বিদেশি সাহায্যের আবেদন করেছে।
এটি তাদের কাছ থেকে একটি বিরল পদক্ষেপ। এর আগে জান্তা বিদেশি মানবিক সহায়তায় বাধা দিয়েছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/79uk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন