English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস

- Advertisements -

আবারও প্রেমে পড়েছেন টাইগার উড্‌স। এবার তিনি প্রেম করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পূত্রবধূ ভেনেসার সঙ্গে। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন কিংবদন্তি এই গলফ খেলোয়াড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেছেন উডস। লিখেছেন, “বাতাসে প্রেমের গন্ধ। তোমাকে পাশে পেয়ে জীবনটা আরও সুন্দর লাগছে! একসঙ্গে আগামী দিনের যাত্রাপথের দিকে তাকিয়ে আছি। যাঁরা আমাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন, তাঁদের থেকে গোপনীয়তা আশা করছি।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসময়ের শীর্ষ গলফার উডসের রয়েছে দারুণ যোগাযোগ। গত মাসেও বেশ কয়েকবার তিনি ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছেন। এর আগে, গত মাসে তিনি হোয়াইট হাউসে ট্রাম্প ও পেশাদার গলফারস অ্যাসোসিয়েশনের (পিজিএ) প্রধানদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ২০১৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প উডসকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পরিয়ে দিয়েছিলেন।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ২০০৫ সালের ১২ নভেম্বর বিয়ে ভেনেসার। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ভেনেসা। সেই বছরই বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্প জুনিয়রের সঙ্গে ভেনেসার পাঁচ সন্তান রয়েছে। সবচেয়ে বড়টির নাম কাই, যার জন্ম ২০০৭ সালের মে মাসে। উডসের দুই ছেলে চার্লি এবং স্যামের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে সে।

এর আগে, উডসের বিয়ে হয়েছিল সুইডেনের মডেল এলিন নর্ডেগ্রেনের সঙ্গে। ২০১০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর একাধিক নারীর সঙ্গে তার সম্পর্কের গুজব ছড়িয়েছে। পরে আমেরিকার স্কি খেলোয়াড় লিন্ডসে ভন এবং এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে জড়ান উড্স। বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেওয়ায় উড্সের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন হারমান। তবে সেই মামলা খারিজ হয়।

চলতি মাসের শুরুতে উডস তাঁর পায়ের গোড়ালির রগ অ্যাকিলিস টেন্ডনের আঘাতের কথা জানান। ফলে তিনি পেশাদার গলফ প্রতিযোগিতা থেকে দূরে রয়েছেন। কবে আবার মাঠে ফিরবেন, তাঁরও কোনো ঘোষণা দেননি। এ ছাড়া গত মাসে তাঁর মা কুলতিদার মৃত্যু হয়। এ কারণে তিনি চলতি মৌসুমের পিজিএ ট্যুর ইভেন্টেও অংশ নেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n5k9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন