মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে ২৮৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন।
কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। এখনও জয়ের আশা ট্রাম্পের। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রাম্প সেই আশার কথা আরও একবার প্রকাশ করলেন।
তিনি এক টুইটে লিখেছেন, ‘আমরা জিতব’।
দেশটিতে সরকারিভাবে এখনও এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচনে ২১৪ ইলেকটোরাল ভোট পাওয়া ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। এই আইনি লড়াইয়ে ফল পরিবর্তন না হলে আগামী ২০ জানুয়ারি জো বাইডেন ও কমলা হ্যারিসই পরবর্তী শাসক হিসেবে শপথবাক্য পাঠ করবেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/73l6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন