English

24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

তিন হাজার রাজবন্দিকে মুক্তি দিল মিয়ানমার জান্তা

- Advertisements -

নির্বাচন উপলক্ষে তিন হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বুধবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করে সামরিক জান্তা। এই অভ্যুত্থান একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল। আন্তর্জাতিক চাপের মুখে সামরিক বাহিনী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

জান্তা ২৬ নভেম্বর জান্তা জানিয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাকস্বাধীনতা নিয়ন্ত্রণকারী আইনের অধীনে অভিযুক্ত তিন হাজার ৮৫ জনের সাজা মওকুফ করা হয়েছে।

ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে এএফপির সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে প্রায় ২০০ বন্দিকে মুক্তি দিতে দেখেছেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক তথ্য কমিটির প্রধান কি টো।

মুক্তির পরের এক সাক্ষাৎকারে তিনি রাজনীতির বিষয়টি মূলত এড়িয়ে গেছেন। তবে রাজধানী নেপিদোতে সামরিক আটক অবস্থায় থাকা সু চির সাথে ‘একসাথে কাজ করার জন্য দৃঢ় থাকার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য কারাবন্দী করা হয়েছিল এইসব ব্যক্তিদের, যা গৃহযুদ্ধের সূত্রপাত করে। জেনারেলরা বলেছেন যে, ‘আসন্ন গণতান্ত্রিক বহুদলীয় সাধারণ নির্বাচনে যোগ্য কেউই যাতে ভোটদানের অধিকার হারাতে না পারেন’ তা নিশ্চিত করার জন্য এই সাজা প্রত্যাহার করা হয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারিতে নির্ধারিত নির্বাচনকে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা একটি প্রহসন বলে মনে করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3g6j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন