তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নির্জন ছোট একটি দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালায় গ্রিস কর্তৃপক্ষ।
গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, অভিবাসনপ্রত্যাশীদের দলটিতে এক গর্ভবতীসহ ৯ নারী ও ৮ শিশু রয়েছে। উদ্ধারের পর দলটির সবাই সুস্থ আছেন। পূর্ব সতর্কতা হিসেবে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদীসংলগ্ন এলাকায় রয়েছেন বলে জানা গেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xnap