English

28 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
- Advertisement -

দিল্লির তরুণ হত্যায় গ্রেফতার কে এই ‘লেডি ডন’?

- Advertisements -

ভারতের উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরে কুনাল কুমার নামে ১৭ বছর বয়সি এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির কাছেই দুধ কিনতে গিয়ে নির্মমভাবে খুন হন কুনাল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁচ যুবক মিলে ধারালো অস্ত্র দিয়ে কুনালকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সিলামপুরের জে-ব্লকের গলির ভেতর দিয়ে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে সিলামপুর এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। সিলামপুরের সরু গলিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ সদস্য।

অন্যদিকে ১৭ বছর বয়সি এই তরুণ হত্যার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন জিকরা নামের এক রহস্যময়ী। নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেওয়া এই নারী সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয়, তেমনি তার বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, কুনালকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জিকরা ও তার ভাই সাহিল। পুলিশ ইতোমধ্যেই জিকরাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে।

কুনালের বোন ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, ‘সে আমার ছোট ভাই। দুধ আনতে গিয়েছিল। কেউ তাকে বাইরে ডেকে নিয়েছিল। ওই লেডি ডন জিকরা এই ঘটনার সঙ্গে জড়িত।  সে মাত্র তিন মাস আগে জেল থেকে বের হয়েছে’।

কে এই ‘লেডি ডন’?

জিকরা নিজেকে ইনস্টাগ্রামে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। এক সময় তিনি এক গ্যাংস্টারের স্ত্রীর হয়ে কাজ করতেন। বর্তমানে তিনি ১০-১৫ জন যুবকের একটি দল পরিচালনা করেন বলে অভিযোগ।

তিনি প্রায়শই হাতে দেশি বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেন। সম্প্রতি হোলি উৎসবের সময়ও তার বন্দুক হাতে নাচার একটি ভিডিও ভাইরাল হয়। এসব ভিডিওর কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং তিনি কিছুদিনের জন্য জেলেও ছিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৫,০০০-র বেশি।

তাকে প্রায়ই সিলামপুর এলাকায় পিস্তল হাতে ঘুরে বেড়াতে দেখা যেত। এমনকি হোলি উৎসবে তিনি অস্ত্র উঁচিয়ে নাচের ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়।

‘লেডি ডন’ জিকরা সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য যুগান্তর পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

গ্যাংস্টার হাশিম বাবার সঙ্গে সম্পর্ক:

‘লেডি ডন’ খ্যাত জিকরার নাম ভারতের কুখ্যাত অপরাধী হাশিম বাবার সঙ্গেও সম্পর্কের গুঞ্জনে জড়িয়েছে। হাশিম বর্তমানে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে দক্ষিণ দিল্লির অভিজাত এলাকা গ্রেটার কৈলাশে জিম মালিক নাদির শাহ হত্যাকাণ্ডসহ একাধিক বড় মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়া পরিচিতি:

ইনস্টাগ্রামে জিকরার ফলোয়ার সংখ্যা ১৫,৩০০-এর বেশি। তার হ্যান্ডেল- @sher_di_sherni_00, এবং বায়োতে লেখা- ‘lady don’। বেশ কিছু পোস্টে তাকে রাস্তায় নাচতে দেখা যায়।

জেল যাত্রা:

এক ভিডিও পোস্টে দেখা গেছে—পুলিশ যখন তাকে অস্ত্র আইনে গ্রেফতার করছিল, তখনও তিনি ক্যামেরার দিকে হাসিমুখে হাত নাড়ছিলেন। ওই মামলায় তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। আর ভিডিওটিও পরে সরিয়ে ফেলা হয়েছে।

নিজস্ব গ্যাং পরিচালনা:

এক সময় তিনি এক গ্যাংস্টারের স্ত্রীর হয়ে কাজ করতেন। বর্তমানে জিকরার নিজস্ব একটি গ্যাং রয়েছে। যেখানে আনুমানিক ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে বলে দাবি পুলিশের।

হত্যাকাণ্ডের হুমকি:

নিহত কুনালের বাবা জানান, জিকরা বহুবার তার ছেলেকে হুমকি দিয়েছিল। তিনি বলেন, ‘সে বলত, সুযোগ পেলে আমার ছেলেকে মেরে ফেলবে। ওর হাতে সবসময় পিস্তল থাকত, জেলে গিয়েছিল, এখন আবার বের হয়েছে’।

এসব ঘটনা ঘিরে দিল্লি পুলিশের তদন্ত চলছে এবং সামাজিক মাধ্যমে অপরাধ প্রবণতার এই নতুন মাত্রা নিয়ে উদ্বেগও বাড়ছে।

উত্তর-পূর্ব দিল্লির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা জানান, ‘আমরা একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছি। অপরাধীরা খুব শিগগির ধরা পড়বে। তদন্ত চলছে’।

এই হত্যাকাণ্ড ঘিরে দিল্লিতে আইনশৃঙ্খলার প্রশ্ন, সামাজিক মাধ্যমের অপরাধপ্রবণতার দৌরাত্ম্য এবং রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য সব মিলিয়ে শহরের রাজনীতি ও সমাজজীবনে নতুন করে আলোড়ন তুলেছে। সূত্র: এনডিটিভি

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9i3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন