English

29.4 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

দেশ ছাড়লেন আফগান নারী অধিকারকর্মী ফওজিয়া কুফি

- Advertisements -

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হাজার হাজার আফগান। এর মধ্যে রয়েছেন  দোভাষী, বিদেশি সেনাদের সহযোগী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং নারী অধিকারকর্মীরা। তাদের মতো একই আশঙ্কা থেকে আফগানিস্তান ছাড়লেন প্রখ্যাত রাজনীতিবিদ ও নারী অধিকারকর্মী ফওজিয়া কুফি।

খবরে বলা হয়, প্রখ্যাত এ নারী রাজনীতিবিদ আফগানিস্তান থেকে কাতারে নিরাপদে পৌঁছান।

কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লোলওয়া রশিদ মোহাম্মদ আল-খাতের টুইটারে লেখেন— কুফি আফগানিস্তান থেকে কাতারে এসে পৌঁছেছেন। তিনি দ্রুতই তার দুই কন্যার সঙ্গে পুনর্মিলিত হবেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেন যুক্তরাষ্ট্রের সেনারা। সেখান থেকে মার্কিন নাগরিক, বিদেশি এবং ঝুঁকিপূর্ণ আফগান নাগরিকদের বিভিন্ন দেশ সরিয়ে নেয়। এর মধ্যে দ্রুতই তালেবান দেশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখন তারা দেশটিতে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8kv9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন