English

27 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
- Advertisement -

নতুন প্রতিকৃতিতে ভিন্নরূপে মেলানিয়া ট্রাম্প

- Advertisements -

নাসিম রুমি: যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের নতুন প্রতিকৃতি প্রকাশ করা হয়েছে। স্বামী ডনাল্ড ট্রাম্পের শপথের একদিন পর হোয়াইট হাউসে তোলা ওই ছবি। সাদাকালো ছবিটিতে কালো বিজনেস স্যুট ও সাদা শার্টে ওভাল কক্ষে প্রতিফলিত হয় এমন এক টেবিলে হাত রাখা অবস্থায় দেখা যায় তাকে। ব্যাকগ্রাউন্ডে ওয়াশিংটন মনুমেন্টের ছবি। এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি।

মেলানিয়ার এ ছবিটি তোলেন বেলজিয়ামের ফটোগ্রাফার রেজিন মাহাক্স। ২০ বছর ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন তিনি। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মেলানিয়ার আনুষ্ঠানিক প্রতিকৃতির ছবিও তোলেন তিনি। দ্বিতীয় মেয়াদেও এই ফাস্ট লেডির ছবি তুলতে পারায় সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। জানালার পাশে দাঁড়ানো প্রথম ছবিটি অবশ্য হোয়াইট হাউসের ভক্তদের কাছে পরিচিত।

তার শারীরিক ভঙ্গি ইঙ্গিত দেয় প্রথম মেয়াদের ক্ষমতা আবার ফেরত আসছে। এছাড়া টেবিলের ওপর রাখা তার হাত একজন ফার্স্ট লেডির যেসব ভূমিকা আছে সেগুলো পালন করতে তিনি প্রস্তুত এমনটাই ইঙ্গিত দেয়। স্যুট থেকে শুরু করে তার অবস্থান সবকিছু সাধারণ নাগরিকদের চোখে প্রেসিডেন্সি সরল করার সম্ভাবনা প্রকাশ করে। যা আরও মানবিক মনে হয়।

এই লুক করপোরেট শক্তির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হয়। যা শপথ গ্রহণের দিন পরা সামরিক বাহিনীর মতো পোশাকের মতো না। ধারণা করা হচ্ছে, এই মেয়াদে হোয়াইট হাউসের জন্য তীব্রভাবে প্রস্তুতি নিয়েছেন মেলানিয়া ট্রাম্প। গতবারে হোয়াইট হাউসে তোলা ছবি থেকে এবারের ছবিতে রয়েছে ভিন্নতা।

পোশাকের রং থেকে শুরু করে ছবির পোজ সবকিছুই ভিন্ন। উল্লেখ্য, মেলানিয়া ট্রাম্প নিজে একজন ফ্যাশন মডেল। সমালোচকরা তার পোশাক ও ছবি তোলার পোজ নিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন