নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীরা দুই শতাধিক মানুষকে অপহরণ করেছে। চলতি সপ্তাহে এটি নাইজেরিয়ার স্কুলে দ্বিতীয় গণ-অপহরণের ঘটনা। গত শুক্রবার নাইজার রাজ্যের পাপিরি এলাকার সেন্ট মেরিজ স্কুলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নাইজার রাজ্যের কর্তৃপক্ষ আগেই সেখানকার সব আবাসিক স্কুল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল। খবর বিবিসির
নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে কাজ করা সংগঠন খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া বলেছে, গতকাল ভোরে হামলা চালিয়ে ২১৫ শিক্ষার্থী ও ১২ জন কর্মীকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা।
সাম্প্রতিক দিনগুলোতে নাইজেরিয়ায় নতুন করে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা বেড়েছে।
গত সোমবার কেব্বি রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। ছাত্রীদের সবাই মুসলিম বলে বিবিসিকে জানানো হয়েছে।
দক্ষিণের কোয়ারা রাজ্যের একটি গির্জায়ও হামলা হয়েছে। ওই গির্জায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়ে দুজনকে হত্যা ও ৩৮ জনকে অপহরণ করা হয়। অনলাইনে ধর্মীয় অনুষ্ঠানটির সম্প্রচার চলছিল।
এদিকে বন্দুকধারীর হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া নিরাপত্তা সংকট মোকাবিলায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু তাঁর বিদেশ সফর স্থগিত করেছেন।
