লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। এর আগে ব্যাপক যাচাই-বাছাই করে আইনটি শীর্ষ আইনসভায় উপস্থাপন করা হয়। রোববার (৩০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো। ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটিতে ‘নারী অধিকার ও স্বার্থ সংরক্ষণ আইন’ শিরোনামে বিলটি পেশ করা হয়। এনপিসি ঘোষণা করেছে যে, আইনটি পাসের পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tbo1