English

27.3 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
- Advertisement -

পর্যটক টানতে দুই লাখ ফ্রি বিমান টিকেট দেয়ার পরিকল্পনা থাইল্যান্ডের

- Advertisements -

থাইল্যান্ড বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিচ্ছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সোরাওং থিয়েনথং ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে মন্ত্রিসভায় প্রায় ৭০০ মিলিয়ন বাথের বাজেট প্রস্তাব তোলা হবে। এই বাজেট অনুমোদিত হলে চালু হবে নতুন প্রকল্প  ‌‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’।

এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশের পর দেশের দেশটির অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে বিনামূল্যে উড়োজাহাজে ভ্রমণের সুযোগ পাবেন। এর লক্ষ্য ২০২৫ সালের শেষ নাগাদ অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা।

পর্যটন কর্তৃপক্ষ (টিএটি) জানিয়েছে, এ প্রকল্পে থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেটসহ মোট ছয়টি এয়ারলাইন্স অংশ নেবে।

সরকার প্রতিটি একমুখী টিকিটের জন্য ১৭৫০ বাথ এবং রাউন্ড ট্রিপের জন্য ৩,৫০০ বাথ ভর্তুকি দেবে। ফলে বিদেশি পর্যটকরা আন্তর্জাতিক টিকিট কিনলেই পাবেন বিনামূল্যের অভ্যন্তরীণ ফ্লাইট ও ২০ কেজি লাগেজ ভাতা।

প্রকল্পটি চলবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে ভ্রমণ করতে হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। প্রত্যেক পর্যটক সর্বোচ্চ দুটি অভ্যন্তরীণ টিকিট (যাওয়া ও আসা) অথবা একটি একমুখী টিকিট ব্যবহার করতে পারবেন।

মন্ত্রী সোরাওং আশা প্রকাশ করেছেন, এই প্রকল্প সরাসরি অন্তত ৮.৮১ বিলিয়ন বাথ আয় করবে এবং পরোক্ষ অর্থনৈতিক প্রভাব হবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথ।

উদ্যোগটির অনুপ্রেরণা এসেছে জাপানের ফ্রি ডোমেস্টিক ফ্লাইটস প্রচারণা থেকে। যা পর্যটকদের প্রধান শহর থেকে গন্তব্য ভাগাভাগি করে আঞ্চলিক অর্থনীতি সচল করতে সহায়তা করে।

একইসঙ্গে চলমান ‘হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ প্রকল্প সম্পর্কেও হালনাগাদ তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, বড় শহরের বুকিং ইতিমধ্যেই পূর্ণ হয়েছে, তবে প্রায় ৫৪ হাজার ৭৫টি আসন এখনও অবশিষ্ট আছে ছোট শহরগুলোতে। যা সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সফল হলে প্রকল্পটির দ্বিতীয় ধাপ চালুর বিষয়েও আলোচনা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jzd5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন