English

25.7 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে পদত্যাগ করছেন ব্রিটিশ সাংসদ

- Advertisements -

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্য পদত্যাগ করছেন। ইংল্যান্ডের ডেভন এলাকার সাংসদ নিল প্যারিশ জানান, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।

তিনি স্বীকার করেন যে, পরে ইচ্ছে করেই সেগুলো আবার দেখেছেন। সেটা ছিল এক সাময়িক উন্মাদনা।

এ ঘটনা নিয়ে যে তদন্ত চলে, তারপরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে সাংসদ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

৬২ বছর বয়সি ওই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন, তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন। তারা এ নিয়ে অভিযোগ করার পর তুমুল হইচই শুরু হয়।

প্যারিশ বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া। সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে। আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।

তার এই কাণ্ডের কথা প্রকাশ পায় গত বুধবার। এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ozwk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন