English

14 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
- Advertisement -

পাল্টা ব্যবস্থা, কানাডার নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

- Advertisements -

পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে (আরসিএন) ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ইরান।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে কানাডা। এর ‘প্রতিশোধ’ হিসেবেই কানাডার নৌবাহিনীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান দাবি করেছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিকতার নীতির আওতায় ইরান রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও ঘোষণা করছে। তবে এই ঘোষণার ফলে কানাডার নৌবাহিনীর ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৪ কানাডা আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এর ফলে আইআরজিসির সদস্যদের কানাডায় প্রবেশ নিষিদ্ধ হয় এবং কানাডার নাগরিকদের জন্য ওই বাহিনী বা এর সদস্যদের সঙ্গে যেকোনও ধরনের লেনদেন অবৈধ হয়ে পড়ে।

এছাড়া কানাডায় আইআরজিসি বা এর সদস্যদের কোনও সম্পদ থাকলে তা জব্দ করার বিধানও কার্যকর হয়। কানাডা সরকার অভিযোগ করেছে, আইআরজিসি ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার লঙ্ঘনে ধারাবাহিকভাবে জড়িত এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে আগ্রহী ভূমিকা পালন করছে।

কানাডার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ফ্লাইট পিএস৭৫২ ভূপাতিত হওয়ার ঘটনা। ২০২০ সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানটি ভূপাতিত হয়। এতে ১৭৬ জন যাত্রী ও ক্রু নিহত হন, যাদের মধ্যে ৮৫ জন ছিলেন কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দা।

পরে আইআরজিসি স্বীকার করে যে, তাদের বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে। তবে তারা দাবি করে, নিয়ন্ত্রণকারীরা ভুলবশত বিমানটিকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করেছিলেন।

এর আগে ২০১২ সালে কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সে সময় ইরানকে ‘বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আখ্যা দেয় অটোয়া।

এদিকে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র ২০১৯ সালের এপ্রিলে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। গত মাসে অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kzq7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন